সাধারণ পরিচিতিঃ ১৯২১ সালে বেলকুচি থানা উদ্বোধন করা হয়।বর্তমান থানা ভবন নির্মান করার পর ১৬/০৭/৯৪ খ্রীঃ তারিখ হইতে অত্র থানার কার্যক্রম চলিয়া আসিতেছে। বেলকুচি থানা খাদ্য গুদামের উত্তর পার্শ্বে এবং পাউবো'র বাধের পশ্চিম পার্শ্বে অবস্থিত।
দপ্তর প্রধানের প্রদবীঃ অফিসার ইন চার্জ।
অফিসের কার্যক্রমঃ থানা পর্যায়ের জন সাধারনের শান্তি শৃঙ্খলা, জানমালের নিরাপত্তা বজায় সহ অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রন এর মাধ্যমে জনগণের সেবা প্রদান করা হয়।এছাড়া সাধারণ ডায়েরী, নিয়মিত মামলা রুজু, অভিযোগ তদন্ত, অনুসন্ধান, পুলিশ ভেরিফিকেশন, ট্হলডিউটি, প্ররক্ষাডিউটি, সমন, সাক্ষী হাজির, কমিউনিটি পুলিশিং, বিভিন্ন স্থাপনা/বাজার ডিউটি, ট্রাফিকডিউটি, দাগি/চিহ্নিত অপরাধীদের গ্রেফতার, মাদক প্রতিরোধ করা সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জনগনকে সেবা করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS